সর্বহারা পার্টির পরিচয়ে আবারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ড. জুলফিকার আলী ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমানকে হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তারা। তাদের দুজন প্রায় একই সময়ে ফোন করা হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোতাছিম বিল্লাহকে সর্বহারা পার্টি পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়। ওই ঘটনায় তারা আলাদা ডায়েরি করেছেন। অধ্যাপক জুলফিকার দাবি করেন, ‘শনিবার সন্ধ্যায় সর্বহারা পার্টি পরিচয়ে একজন ফোন করে (বিকাশ নম্বর ০১৮৫৯০৪৯৮৬২) আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। আমি অস্বীকৃতি জানালে আজও আমার কাছে ফোন করে টাকা দাবি এবং একই হুমকি দেয়া হয়। এ ঘটনায় আমি সাধারণ ডায়েরি করেছি। আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে লিখিত জানাব।’
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘৫-৬ বছর আগে আমাকে ফোন করে সর্বহারা পার্টির পরিচয় দেয়া হয় এবং চাঁদা দাবি করা হয়। আজও মতিন নামে একজন ফোন করে একই পরিচয় দেয়। আমি তাৎক্ষণিক ফোন কেটে দেই। কারণ তারা অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করে।’ অধ্যাপক মোস্তাফিজুর ও অধ্যাপক আমিনুল ইসলামকে একই নম্বর থেকে (০১৭২৫-৬৬৪৯৭২) ফোন করে একই (মতিন) নাম বলা হয়। তবে আমিনুল ইসলাম জানান, এর আগেও ২০১৫ সালে হুমকি পেয়ে থানায় ডায়েরি করেছিলেন তিনি। অন্যদিকে অধ্যাপক মুহতাসিম বিল্লাহকে সর্বহারা পার্টির কমান্ডার মহিউদ্দিন পরিচয় দিয়ে হত্যার হুমকি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, আমীর আলী হলের প্রাধ্যক্ষ শিক্ষক আমিনুল ইসলাম হুমকি দেয়ার বিষয়টি জানিয়েছিলেন। আর কেউ জানাননি। তবে আমি নিজেই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, কাজ চলছে। চারজন শিক্ষক হলেও ঘটনা একই। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।