উখিয়ার দুই ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪০ অপরাহ্ন
উখিয়ার দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ইয়াবা মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত  বালুখালী গ্রামের বাসিন্দা মালিক হাজী আব্দুল মজিদের ছেলে বখতিয়ার আহমদের ছোট ভাই জাহাঙ্গীর আলম (৩৩) কে উখিয়া থানা পুলিশ বুধবার সন্ধ্যার দিকে পানবাজার থেকে গ্রেপ্তার করেছে। সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরকে গ্রেপ্তারের জন্য উখিয়া থানা পুলিশ সকাল থেকে বালুখালী পানবাজার এলাকার বিভিন্ন স্থানে উৎপেতে অবস্থান করছিল। জাহাঙ্গীর বাজারে আসার সাথে সাথে পুলিশ তাকে ঘেরাও করে আটক করে তাৎক্ষনিক ভাবে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তবে কি মামলায় তাকে আটক দেখানো হয়েছে তা এখনো পরিস্কার নয়। তবে অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের এসআই আবু বক্কর ছিদ্দিক জানান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

অপরদিকে উখিয়ার আলোচিত রোহিঙ্গা নারী ধর্ষণ মামলার অন্যতম আসামী পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা সীমান্তের ইয়াবা গডফাদার জয়নাল মেম্বারকে আদালতে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। বুধবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্নসর্ম্পন করে জামিন আবেদন করেন, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে তাকে কারাগারে প্রেরণের  নির্দেশ প্রদান করেন বলে আদালত সূত্রে জানা গেছে। সে ইউনিয়নের থাইংখালী গ্রামের হাজী মোঃ হোছনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি জয়নাল মেম্বারের নেতৃত্বে পার্শ্বভর্তি রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গা নারীকে জোরপূর্বক অপহরণ করে তার ঘোনারপাড়াস্থ পরিত্যক্ত বাড়ীতে নিয়ে গণধর্ষনের  ঘটনা ঘটায়।

ইনিউজ ৭১/এম.আর