প্রধানমন্ত্রীকে কোস্ট গার্ড মহাপরিচালকের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১লা জানুয়ারী ২০১৯ ০১:৫৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে কোস্ট গার্ড মহাপরিচালকের ফুলেল শুভেচ্ছা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে টানা তৃতীয়বারের মত নিরঙ্কুশ বিজয় লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন ‘‘বাংলাদেশের গণতন্ত্রের উজ্বল নক্ষত্র  মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বের ফলে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার নির্বাচন করতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের ৪৭ বছরের এক অনন্য ইতিহাস।

মহাপরিচালক আরো বলেন,‘‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ যেভাবে স্বাধীনতার যুদ্ধে ঝঁপিয়ে পড়েছিল এই বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষের শক্তি তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করে তা প্রমাণ করেছে”। মহাপরিচালক কোস্ট গার্ড আরো বলেন, ‘‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি মেরিটাইম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। উপমহাদেশের কেউ যখন এ বিষয সচেতন ছিল না তখন তিনিই একমাত্র রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য নিজস্ব সমুদ্রসীমা দাবি করে একটি টেরিটোরিয়াল ওয়াটার এন্ড মেরিটাইম জোনস এ্যাক্ট প্রণয়ন করেছিলেন”। বাংলাদেশ কোস্ট গার্ড যেভাবে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে, ভবিষ্যতেও কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।