
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) আজ তার ১০ম সভায় বসেছে। আজকের বৈঠক শেষে যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকেন।
