
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১২:৪৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) ব্যাপক প্রস্তুতি চলছে। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এবার প্রায় দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সাত লাখের বেশি সদস্য মোতায়েনের প্রস্তাব দিয়েছে ইসি। তবে ঠিক কতজন সদস্য কোথায় মোতায়েন থাকবেন এবং কোন কেন্দ্রগুলো সর্বোচ্চ নজরদারির আওতায় যাবে— এসব বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে।
