প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১২:৩৭

যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থার কারণে আকাশপথে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শাটডাউনের দ্বিতীয় দিনেই শুধু শনিবার (৮ নভেম্বর) দেশে ও আন্তর্জাতিক রুট মিলিয়ে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
