
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৯

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির পক্ষে অবস্থান আরও জোরালো করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ দাবিতে আগামী রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
