
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:১০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ অক্টোবর) ঘোষণা করেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত না হওয়া সত্ত্বেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল এবং ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না হওয়ায় তাদের গেজেট বাতিল করা হয়েছে।
