প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন, সংলাপের প্রথম ধাপে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। ইসির সম্মতির পর আমন্ত্রিতদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।