প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের জরুরি প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত ডলার না থাকলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলারের দাম স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। তবে ডলার কেনার ফলে আমদানিকারকদের কিছুটা চাপ সৃষ্টি হলেও রেমিট্যান্স প্রেরণকারীদের স্বার্থে স্থিতিশীল দাম বজায় রাখা জরুরি।
তিনি বলেন, ডলারের দাম যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। যারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠান তারাই দেশের অর্থনীতির চালিকা শক্তি, তাই তাদের স্বার্থকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বর্তমানে আমাদের কাছে যে ডলার আছে তা বড় ধরনের সংকট মোকাবিলার জন্য পর্যাপ্ত নয়। ধরুন দেশে বড় কোনো দুর্যোগ হলো বা দ্রুত কিছু আমদানি করার প্রয়োজন হলো, তখন হাতে পর্যাপ্ত ডলার না থাকলে বিপদে পড়তে হবে।
তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০০৭-০৮ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন সময়ে সিডর ও আইলার মতো দুর্যোগ মোকাবিলায় বিপুল ডলার প্রয়োজন হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এখন রিজার্ভ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দেশে ৭০ শতাংশ মানুষ জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে অস্বস্তিতে আছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, তিনি প্রতিবেদনটি দেখেছেন কিন্তু এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
তিনি আরও বলেন, আজকের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন, ঢাকার কন্ট্রোল রুম আধুনিকীকরণ এবং অকটেন আমদানির অনুমোদন। এতে দেশের জ্বালানি সংকট ও বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সম্পর্কে তিনি জানান, বড় বিমান ওঠানামা নিশ্চিত করতে রানওয়েটি গ্রেড-২ তে উন্নীত করা হবে। একইসঙ্গে ঢাকার কন্ট্রোল রুমটি আধুনিকীকরণ করা হলে বিমান চলাচল ব্যবস্থায় আরও গতি আসবে।