প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:১৮
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বন্ধ হয়ে যায়। এর আগে গত ৮ এপ্রিল প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়, তবে সেটি এখন পুনরায় চালু হয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।