সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’। শনিবার (১২ এপ্রিল) স্টার্টনেট ওয়ার্ক-এর সহযোগিতায় এবং উত্তরণ-এর উদ্যোগে “Emergency Relief Assistance for Embankment Breach-Affected Communities in Anulia Union, Assasuni” প্রকল্পের আওতায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
প্রকল্পের প্রথম ধাপে ৫০০ পরিবারের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৬৮ জন ক্ষতিগ্রস্তকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং নগদ অ্যাপসের মাধ্যমে জনপ্রতি ৬,০০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। এই অর্থ সহায়তা দেওয়া হয় যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জরুরি প্রয়োজন মেটাতে এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রাথমিক পদক্ষেপ নিতে সক্ষম হয়।
আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস। তিনি বলেন, “উত্তরণ এবং স্টার্টনেট ওয়ার্কের এই উদ্যোগ আমাদের দুর্যোগপীড়িত মানুষের জন্য খুবই সহায়ক। এমন সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকলে এলাকার ক্ষতিগ্রস্ত জনগণ অনেক উপকৃত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরণ-এর প্রোগ্রাম ম্যানেজার মো. রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার ও সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা, স্টার্টনেট ওয়ার্ক-এর হেইস অফিসার মো. আল-আমিন মোল্লা, চিফ ফাইনান্স অ্যান্ড অপারেশন্স অফিসার সুজান লিন, হেড অফ নেটওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট সাজিদ রায়হান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিউল আলম এবং ডিআরএফ ম্যানেজার এনামুল হক।
আয়োজকরা জানান, পরবর্তী ধাপে অবশিষ্ট ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যেও পর্যায়ক্রমে সহায়তা বিতরণ করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনে ফিরে আসা নিশ্চিত করা এবং পুনর্বাসনে সহায়ক হওয়া।