প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:৩২
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এই অভিযানে ৬০৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের পাশাপাশি একাধিক মামলার পলাতক আসামিও রয়েছে। এসব অপরাধী গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।