নোয়াখালীতে কলেজ ছাত্রীকে হেনস্তা, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
নোয়াখালীতে কলেজ ছাত্রীকে হেনস্তা, শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জে ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সিএনজি চালিত অটোরিকশায় এক কলেজ ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে চৌমুহনী চৌরাস্তায় তারা এই কর্মসূচি পালন করেন।  


বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের ওই ছাত্রী ইফতার মাহফিল শেষে সিএনজিতে বাড়ি ফিরছিলেন। পথে সিএনজির পেছনের সিটে থাকা তিনজন পুরুষ যাত্রী তাকে মুখ চেপে ধরে হেনস্তা করে এবং তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।  


ভুক্তভোগী চিৎকার করলে একলাশপুর বাজার সংলগ্ন এলাকায় সিএনজি থেকে তাকে ফেলে দিয়ে চালক ও যাত্রীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার সহপাঠীদের খবর দেন। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে, যা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।  


খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাত পৌনে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা চলছিল।  


বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।  


এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।