চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন হয়েছে। বৃহষ্পতিবার(২৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুমেলা মডেল স্কুল প্রাঙ্গনে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালা নগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ , উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, শিক্ষা কর্মকর্তা জহির উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মো. হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাশেদা বেগম, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা সহকারি পরিবার কল্যান কর্মকর্তা লীলা চৌধুরী, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে জুলিয়ানা ছাদেক সোমার পরিচালনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।