প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ২১:৫
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস চীন সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন। রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।