খাগড়াছড়িতে ৪ অপহরণকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৪:০২ অপরাহ্ন
খাগড়াছড়িতে ৪ অপহরণকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় রোববার (৯ মার্চ) রাতে পুলিশের অভিযানে ৮ পর্যটককে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বেলাল, মোঃ আজিবুর রহমান, মোঃ সহিদুল ও সুফিয়া বেগম। এ ঘটনায় অপহরণের শিকার ৮ পর্যটকসহ তাদের এক সদস্য মোঃ খলিলুর রহমান দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন।


এ ঘটনায় জানা যায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা মোঃ খলিলুর রহমান ৮ বন্ধুকে নিয়ে ২রা মার্চ সাজেক ভ্রমণের উদ্দেশ্যে খাগড়াছড়ির রওনা হন। ৩রা মার্চ তারা সাজেক যাওয়ার পথে দীঘিনালার নয় মাইল এলাকায় পৌঁছালে গাড়ির গতিরোধ করে তাদের অপহরণ করা হয়। অপহরণকারীরা পর্যটকদের একটি আমবাগানে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন। তাদের থেকে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।


পুলিশ জানান, অপহরণের শিকার পর্যটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপহরণের দায় স্বীকার করেছে এবং তারা আদালতে জবানবন্দি দিয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


এ ঘটনায় পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং আরও গ্রেফতারি হতে পারে বলে জানা গেছে।