উলিপুরে শ্বশুরের দেয়া টাকা আনতে গিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৯ই মার্চ ২০২৫ ০৫:৪০ অপরাহ্ন
উলিপুরে শ্বশুরের দেয়া টাকা আনতে গিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়া রাম এলাকার সৌরভ (১৯) ও বকিয়ত উল্লাহর ছেলে প্লাবন আহমেদ (১৯) গতকাল মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তারা শ্বশুরের কাছ থেকে ৪০ হাজার টাকা আনার উদ্দেশ্যে মোটরসাইকেলে চিলমারী উপজেলার রমনা ঘাট যাচ্ছিলেন। সকাল ১১ টার দিকে তারা মোটরসাইকেলে রওনা দেন এবং টাকা নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। কিন্তু ফেরার পথে বেলা ১ টা ৫ মিনিটে উলিপুরের নিরাশার পাথার এলাকায় তাদের মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী ট্রাক্টর অভারটেক করার সময় চাকার আঘাতে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় সৌরভ ঘটনাস্থলেই নিহত হন এবং প্লাবন আহমেদ হাসপাতালে নেয়ার পথে মারা যান।


দুর্ঘটনার পর ট্রাক্টর চালক এবং ট্রাকটি পলাতক হয়ে যায়, তবে স্থানীয়রা ও পুলিশের সহায়তায় তাদের অনুসন্ধান চলছে। এ ঘটনায় নিহতদের বন্ধু এবং স্থানীয়রা সড়কে চলাচলকারী অবৈধ ট্রাক্টরগুলো বন্ধ করার দাবিতে উলিপুর থানায় জড়ো হন। তারা ঘাতক ট্রাক্টর ও চালককে আটকের দাবি জানিয়ে প্রতিবাদ জানান।


উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।


এদিকে, স্থানীয় বাসিন্দারা অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এমন দুর্ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।