ঈদযাত্রার অগ্রিম টিকিট ১৪ মার্চ থেকে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ৯ই মার্চ ২০২৫ ০৭:০১ অপরাহ্ন
ঈদযাত্রার অগ্রিম টিকিট ১৪ মার্চ থেকে বিক্রি

বাংলাদেশ রেলওয়ে ঘোষণা দিয়েছে যে আগামী ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হবে যাতে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন। রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।  


ঈদের আগে ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  


রেলওয়ে জানিয়েছে, প্রতিটি যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কাটতে পারবেন এবং একসঙ্গে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকছে না। যাত্রীদের অনুরোধে প্রারম্ভিক স্টেশন থেকে ২৫ শতাংশ টিকিট যাত্রার আগে সংগ্রহ করা যাবে।  


সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভিড় সামলাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।  


অনলাইনে টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে এবং নির্ধারিত মোবাইল নম্বরে ওটিপি যাচাইয়ের মাধ্যমে টিকিট নিশ্চিত করা হবে। আগে থেকেই অ্যাপে নিবন্ধন করার পরামর্শ দিয়েছে রেলওয়ে।  


এছাড়া ঈদের সময় অতিরিক্ত ট্রেন পরিচালনার বিষয়েও আলোচনা চলছে। বিশেষ ট্রেন সার্ভিস চালু থাকলে তা পরবর্তী সময়ে জানানো হবে। ঢাকাসহ বড় স্টেশনগুলোতে বিশেষ কাউন্টার ও মনিটরিং টিম থাকবে যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি না হয়।  


বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কালোবাজারি রোধে বিশেষ মনিটরিং টিম কাজ করবে। কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।  


প্রতি ঈদের মতো এবারও টিকিট সংগ্রহ নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় রেলওয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ঢাকামুখী ও বিভাগীয় শহরগুলোর ট্রেনের টিকিট নিয়ে প্রতিবারই ব্যাপক চাহিদা থাকে। তাই আগেভাগে টিকিট সংগ্রহ করতে যাত্রীদের দ্রুত অনলাইনে প্রবেশের পরামর্শ দেওয়া হচ্ছে।