কাউখালীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৯শে মে ২০১৯ ০৪:৩৭ অপরাহ্ন
কাউখালীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

পিরোজপুরের কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আব্দুল হাই মিয়া (৬৩) নামে অপর এক যাত্রী মারাত্মক আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার পার-সাতুরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় কাউখালী-বেকুটিয়া সড়কের পার-সাতুরিয়া গ্রামে মহিদুল মেম্বারের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আলী হোসেন ও হাই মিয়া একসঙ্গে সবজি বিক্রি করার জন্য ভ্যানগাড়িতে করে পার-সাতুরিয়া থেকে চৌ-রাস্তা বাজারে যাচ্ছিলেন।

পথে বেকুটিয়া থেকে কাউখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। তখন ভ্যানটি যাত্রী নিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এ সময় আশেপাশের লোকজন আহত দুই যাত্রীকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আলী হোসেনেকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

ইনিউজ ৭১/এম.আর