
প্রকাশ: ২৭ মে ২০১৯, ১:৩০

টাঙ্গাইলের মির্জাপুরে সম্ভ্রম বাঁচাতে দুই তলা থেকে লাফিয়ে পড়ে এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ মে) উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় সদ্য এইসএসসি পরীক্ষা শেষ করা এই শিক্ষার্থী বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, টাঙ্গাইল যাওয়ার সময় সদ্য এইচএসসি শেষ করা তরুণীর সাথে বাসে পরিচয় হয় উপজেলার পাকুল্লাতে অবস্থিত ‘যুগবাণী’ নামে একটি এনজিও প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে। ম্যানেজার তানজিরুল ইসলাম জীবন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব