
প্রকাশ: ২৭ মে ২০১৯, ১৮:২৮

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ‘International Islamic Idol 2019 season 2’ এর প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের সুলতানুল আরিফিন (সাগর)। সাগর ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। Ask4gain International Islamic Cultural Academy কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিশ্বের ৮টি দেশের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। গত ২৪ মে ইন্দোনেশিয়ার জুব জাকর্তায় আদি টিভি গ্র্যান্ড স্টুডিওতে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



ইনিউজ ৭১/এম.আর