শেবাচিমে সন্তান জন্ম দিয়ে লাপাত্তা মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে মে ২০১৯ ০৭:৫৫ অপরাহ্ন
শেবাচিমে সন্তান জন্ম দিয়ে লাপাত্তা মা

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নবজাতক ইউনিটে নবজাতক রেখে পালিয়ে গেছেন এক মা। চারদিন পেরিয়ে গেলেও নবজাতকের মা আর ফিরে আসেননি। এ অবস্থায় সমাজ সেবা অফিস শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ায় ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সমাজসেবার তত্ত্বাবধানে শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে রাখা হয়েছে।

শেবাচিম নবজাতক ইউনিটের ইনচার্জ মাহফুজা বলেন, গত ২১ মে মানসুরা নামের এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে সন্তান হয়। শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে নেওয়া হয়। এরপর থেকে মানসুরা উধাও।

মাহফুজা বলেন, মানসুরা ভর্তির সময় গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছে বাবুগঞ্জের মীরগঞ্জ। ওই ঠিকানা সঠিক নয় বলে জানতে পেরেছে হাসপাতাল সমাজসেবা দপ্তর। সেখানে স্বামীর নাম উল্লেখ নেই। তবে মানসুরার বাবার নামের স্থানে লেখা আছে আহম্মেদ আলী। সমাজসেবা কর্মকর্তা দিলরুবা আক্তার রইচি বলেন, শিশুটিকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব