সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার রাত ১টা ২৫ মিনিটে লুফ্ৎহানজা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দ্যেশ্যে রওনা হন তিনি।
জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকালে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান। সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করেন তিনি।
রোববার সকালে প্রধানমন্ত্রী সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মদিনার যান এবং মহানবীর (স.) রওজা জিয়ারত করেন। রাতে মদিনা থেকে জেদ্দা ফিরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।