১ ও ২ জুন খাদ্য সংগ্রহ কেন্দ্র খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে মে ২০১৯ ০৩:৩৩ অপরাহ্ন
১ ও ২ জুন খাদ্য সংগ্রহ কেন্দ্র খোলা রাখার নির্দেশ

চলতি মৌসুমে খাদ্যশস্য (ধান, চাল ও গম) সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে আগামী ১ ও ২ জুন খাদ্য অধিদফতরের সংগ্রহ কেন্দ্রগুলো খোলা থাকবে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য অধিদফতরে সদ্য যোগ দেয়া মহাপরিচালক মোছাম্মাৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত এক অফিস আদেশে সংগ্রহকেন্দ্র খোলা রাখার এই নির্দেশনা দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে বন্ধের দিনগুলোর আগে আগামী ৩ জুন (সোমবার) কার্যদিবস রয়েছে। ঈদের আগে আগ্রহী কৃষক বা মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদফতরের সংগ্রহ কেন্দ্রগুলোতে তাদের ধান, গম, চাল বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর