চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ব্যাট করতে ভারতকে ২৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক স্মিথ।মঙ্গলবার (৪ মার্চ) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৯ শূন্য রান করে শুরুতেই সাজঘরে ফেরেন শর্টের বদলে একাদশে সুযোগ পাওয়া কোপার।
এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ট্রাভিস হেড। তবে ফিফটি তুলতে পারেননি এই মারকুটে ব্যাটার। ৩৩ বলে ৩৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হন তিনি। তিনতে ব্যাট করতে নেমে লাবুশেনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ।
ইনিংস বড় করতে পারেনি লাবুশেনও। ৩৬ বলে ২৯ রান করে জাদেজার লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। এতে ১১০ রানে ৩ উইকেট হারায় অজিরা। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জস ইংলিশও। ১২ বলে ১১ রান করেন তিনি।
তবে অপর প্রান্ত থেকে ৬৮ বলে ফিফটি তুলে নেন স্মিথ। তবে সেঞ্চুরির কাছে যেতে পারেননি তিনি। ৯৬ বলে ৭৩ রান করে বোল্ড আউট হন অজি অধিনায়ক। ৫ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল। এতে ৭ রানের ব্যবধানে দুই উইকেট হারানোই রানের গতি কমে যায় অস্ট্রেলিয়ার।
কিন্তু ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন অ্যালেক্স ক্যারি। ৪৮ বলে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু ৪৮তম ওভারে এই উইকেটরক্ষক ব্যাটার রান আউট হলে আবারও ছন্দ হারায় অজিরা। ৫৭ বলে ৬১ রান করেন তিনি। শেষ দিকে বেন ডারশুইস (৭), নাথান ইলস (১০) এবং ৭ রান করে অ্যাডম জাম্পা আউট হলে ৩ বল হাতে থাকতে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। এ ছাড়াও বরুণ চক্রবর্তী ও রবিন্দ্র জাদেজা নেন দুটি করে, আর হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল শিকার করেন একটি করে উইকেট।
]
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।