ছাত্ররা রাজনীতিতে আসতেই কিভাবে পেলো বিলাসী জীবন- শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫২ অপরাহ্ন
ছাত্ররা রাজনীতিতে আসতেই কিভাবে পেলো বিলাসী জীবন- শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, ইউনুস সরকারের কার্যক্রমের কোন বাস্তব ফল নেই। সরকারের খাতায় গত ছয় মাসে কোন উল্লেখযোগ্য সাফল্য নেই, বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, সরকার চালের দাম কমাতে পারেনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারেনি, এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে, তিনি সরকারের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মন্তব্য করেছেন যে, এভাবে চললে সরকারের অস্তিত্ব আর রাখার দরকার কী।  


এমনকি সরকারের বিরুদ্ধে তার বক্তব্য আরও তীব্র ছিল। তিনি বলেন, সরকারের অক্ষমতা ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান দিন দিন খারাপ হচ্ছে। তিনি সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, "এছাড়া সরকারের কার্যকলাপ খাতায় লবডঙ্কা ছাড়া কিছুই নেই।" 


সমাবেশে তিনি ছাত্র সমন্বয়কদেরও সমালোচনা করেন। দুদু অভিযোগ করেন, ছাত্ররা রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে খুব দ্রুত দামী গাড়ি এবং বিলাসবহুল ফ্ল্যাট কেনার অবস্থানে চলে এসেছে। তিনি প্রশ্ন করেন, ছাত্ররা কোনভাবে এত দ্রুত এই বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছে।  


তিনি বলেন, "আপনারা ছাত্ররাই কি একমাত্র গণঅভ্যুত্থান করেছেন? ৯০-এ আমরাও সেই আন্দোলন করেছি, কিন্তু আমরা এমপি-মন্ত্রী হবার পরও আজ পর্যন্ত দামী গাড়িতে চড়তে পারিনি, অথচ আপনারা রাজনীতিতে এসে তা করেছেন।"  


দুদু ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি দাবি করেছেন যে, শিক্ষার্থীদের একটি দল থাকা উচিত, কিন্তু তিনি শিক্ষার্থীদের পক্ষে নয়, বরং দুই নম্বরি কারবারে যুক্ত রয়েছেন।  


জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, "সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি, তবে তাদের তা সহ্য হচ্ছে না। বিএনপি ক্ষমতায় এলে, আমরা তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু করবো।"  


শেখ হাসিনার পরিবারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "হাসিনার বাপ, ভাই, ছেলে-মেয়ে সকলেই চোর, তারা দেশের সম্পদ লুটে নিয়েছে।" তিনি দাবী করেন যে, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত চলবে এবং তাদের বিচার হবে।  


সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।  


এছাড়া সমাবেশে বক্তারা বিএনপির দাবি, "দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক" বলে জানান।