নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জানুয়ারি) সকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শোল্যা গ্রামে একটি এক্সেভেটর দিয়ে কৃষি জমির উর্বর মাটি কেটে ট্রাকে করে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। অভিযানে এক্সেভেটরসহ মাটি কাটার প্রমাণ পাওয়ার পর, পাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদকে আটক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটখিল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, “কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে হারুন অর রশিদকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষি জমির টপসয়েল কর্তন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে চাটখিল থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন, যারা অভিযান সফলভাবে পরিচালনায় সহায়তা করেন।
এ ঘটনায় এলাকায় কৃষি জমির সুরক্ষা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।