ঢাকার আশুলিয়ায় গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি দুতলা বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এ পর্যন্ত এক নারী ‘জঙ্গিকে’ আটক করা হয়েছে। বাসার ভেতরে বিপুল বিস্ফোরক মজুদ থাকার ধারণা করছে পুলিশ। এ কারণে ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব স্কোয়াড।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গোকুলনগর বাজার সংলগ্ন দুই তলা বাড়িটি ঘিরে ফেলে জেলা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
অভিযানের এক পর্যায়ে এক নারীকে আটক করা হয়। উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম। তার সহযোগী বোমা-বিস্ফোরকসহ ওই বাসায় অবস্থান করছে বলে ধারণা করায় কাউকে ভেতরে যেতে দেয়া হচ্ছে না। বাড়িটি, আক্তার হোসেন নামে এক প্রবাসীর বলে জানান স্থানীয়রা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।