ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) রাত সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো'র দিকনিদের্শনা মতে এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল থানাধীন কালিকচ্ছ বাজারের পশ্চিম পাশের দোকানের ভিতর হইতে প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় চারজন আসামীকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
আটকৃতরা হল,মোঃ সুমন মৃধা(২০), পিতা-মোঃ সুফূ মিয়া, আজিজুল ইসলাম(২৫),পিতা-মোঃ নজরুল, মোঃ ইসমাইল মিয়া(২৫), পিতা-আওয়াল, জাকির মিয়া(২৪) পিতা-মোঃ আলী উপজেলার কালিকচ্ছ এলাকার বলে জানাযায়।
সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো জুয়ারী গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, এলাকার জুয়া ও মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নাই, আসামীদের প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।