নওগাঁর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্লাড সার্কেলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৫টায় সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া গ্রামের মুক্ত পাঠশালা স্কুল প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি কম্বল বিতরণ করেন ব্লাড সার্কেলের উপদেষ্টা সাইদ জোবায়েদ অনিক। শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে।
ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন, “আমাদের লক্ষ্য শুধু রক্তদানে সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন অসহায় শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করাও আমাদের উদ্দেশ্য। শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ।”
অনুষ্ঠানে মুক্ত পাঠশালার প্রতিষ্ঠাতা কাইয়্যুম হোসেন বলেন, “এ অঞ্চলের শিশুরা অনেকটাই শিক্ষার আলো থেকে বঞ্চিত। অধিকাংশ শিশু পরিবারকে সহায়তা করতে শিশুশ্রমে যুক্ত হয়। ব্লাড সার্কেলের এ উদ্যোগ তাদের কাছে শুধু শীতবস্ত্র নয়, বরং একটি ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে। আমরা বিত্তবানদের আহ্বান জানাই, তারা যেন এ ধরনের শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম, নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি রিজভী আহম্মেদ রিজোয়ান, রোগী কল্যাণ সম্পাদক আল আমিন, এবং ব্লাড সার্কেলের অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে ব্লাড সার্কেল নওগাঁ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
শীতের কষ্ট দূর করতে শীতবস্ত্র পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।