
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়ার পর মাদক মামলার এক আসামি গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের পরিবার ও স্বজনদের অভিযোগ, পুলিশের মারধরের কারণে তিনি মারা গেছেন। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, অসুস্থতার কারণে ওই গৃহবধূ মারা গেছেন এবং তিনি মাদক ব্যবসায়ী। ইয়াসমিন বেগম (৪০) গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকার আবদুল হাইয়ের স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে মাদক ব্যবসার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ইয়াসমিনকে গ্রেফতার করে আনার পর রাতে মৃত্যু হয়। মৃতের ছেলে ইয়াসিন আরাফাত জিসান অভিযোগ করে জানান, তার বাবা আবদুল হাইকে গ্রেফতার করতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের এএসআই নুরে আলমের নেতৃত্বে পাঁচ-ছয়জনের একদল পুলিশ বাড়িতে আসে। বাবাকে না পেয়ে মাকে মারধর করে নিয়ে যায়।
পরে পুলিশ জানায়, মা মারা গেছেন। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুর জানান, ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন তিন সদস্যের কমিটি গঠন করেছেন। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
