প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন পাঠ্যপুস্তক সবার হাতে পৌঁছাবে। তিনি এও জানান যে, অন্তর্বর্তীকালীন সরকার বই বিতরণে কাজ করছে এবং এ লক্ষ্যেই তাদের পদক্ষেপ চলমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। শফিকুল আলম বলেন, আগের সরকারেও ১ জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হলেও বই সবার কাছে পৌঁছাতে তিন থেকে চার মাস সময় লাগত। এবার নতুন পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ফেব্রুয়ারির মধ্যে তাদের পাঠ্যপুস্তক হাতে পাবে।
তিনি আরও জানান, আগামী বছরের জানুয়ারি থেকেই শিক্ষার্থীরা ১ জানুয়ারিতেই বই পাবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে এবং বই সরবরাহে কোনো বিলম্ব হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।