জুলাই ঘোষণাপত্রে বিলম্ব হবে না, এক সপ্তাহের মধ্যে ঘোষণা-মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন
জুলাই ঘোষণাপত্রে বিলম্ব হবে না, এক সপ্তাহের মধ্যে ঘোষণা-মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্রদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না হলেও অতি বিলম্বও করা হবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  


তিনি জানান, গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা সব পক্ষের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।  


ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার গুরুত্ব উল্লেখ করে মাহফুজ আলম বলেন, সংবিধান সংশোধন বা সংস্কারে সবার সম্মিলিত মতামত প্রয়োজন। সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম শুরু করা হবে।  


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসকদের মাধ্যমে জনগণের সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হলে সেবা নিশ্চিত করা সহজ হবে।  


জাতীয় নির্বাচন নিয়ে তিনি জানান, নির্বাচনসংক্রান্ত সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এসব আলোচনা শেষ হলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।