সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালার পাশাপাশি নানা উদ্যোগ গ্রহণ করা হয়।
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ। কর্মশালায় বক্তারা তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে।
কর্মশালার অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, নাগরিক সেবা সহজিকরণ, বৃক্ষরোপণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজীমুদ্দিন বিশ্বাস কাজী, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক ওহেদুল ইসলাম আয়দুল। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশের সদস্য, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ইমাম এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে সৃজনশীল ও উদ্যোগী হতে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্বের বিকাশের জন্য এই ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, দূর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও পরিবেশ রক্ষার চেতনা জাগ্রত করতে এ কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।