ইন্দোনেশিয়ার তরুণী প্রেমের টানে মাদারীপুরে, ধুমধামে বিয়ে

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ১২:৪৬ অপরাহ্ন
ইন্দোনেশিয়ার তরুণী প্রেমের টানে মাদারীপুরে, ধুমধামে বিয়ে

প্রেম কোনো বাধা মানে না, দূরত্বও প্রেমের পথে বাধা সৃষ্টি করতে পারে না—এটি প্রমাণ করেছে ইন্দোনেশিয়ার তরুণী ট্রীয়ানি। প্রেমের টানে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে তিনি সিঙ্গাপুর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে আসেন, তার ভালোবাসার মানুষ সৌদি প্রবাসী জুবায়ের হাওলাদারের কাছে।  


মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির হাওলাদারের ছেলে জুবায়ের হাওলাদারের সঙ্গে ট্রীয়ানির পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। গত দুই বছর আগে তাদের পরিচয় হয় এবং এরপর টিকটকেও তাদের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সঙ্গে কথোপকথনের পর তারা সিদ্ধান্ত নেন একে অপরকে চাক্ষুষভাবে দেখতে এবং প্রেমের সম্পর্ককে পরিণতিতে পরিণত করতে।  


ট্রীয়ানি, যিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত, সেখান থেকে ছুটে এসে ২৮ ডিসেম্বর শনিবার মাদারীপুরে আসেন। তার এই সাহসী পদক্ষেপে এলাকার মানুষও হতবাক। ইন্দোনেশিয়ার তরুণীকে দেখতে এলাকার মানুষও ভিড় করেন।  


এরপর জুবায়েরের পরিবার পারিবারিকভাবে ইসলামী রীতি অনুসরণ করে ২৯ ডিসেম্বর সোমবার বিয়ে সম্পন্ন করে। এ বিয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নারী-পুরুষেরা উৎসুক হয়ে উপস্থিত হন।  


জুবায়ের হাওলাদারের পিতা হুমায়ুন কবির জানান, ‘‘আমার ছেলেকে ভালোবেসে বিদেশ থেকে এসেছেন। তাদের ভালোবাসা দেখে আমরা খুব খুশি এবং তাদের ইচ্ছা পূরণ করতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়।’’  


এদিকে, স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘‘এটা খুবই চমকপ্রদ, বিদেশি মেয়ে এখানে এসে বিয়ে করেছে। তাই সবাই দেখতে এসেছি।’’  


এটি সত্যিই একটি অন্যরকম প্রেমের গল্প, যেখানে দুটি ভিন্ন দেশের মানুষ নিজেদের ভালোবাসার টানে একে অপরকে কাছে পেয়েছেন এবং নতুন জীবন শুরু করেছেন।