শীতের প্রকোপ ও তাপমাত্রা বিষয়ে যে দিল বার্তা আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৮:১৫ অপরাহ্ন
শীতের প্রকোপ ও তাপমাত্রা বিষয়ে যে দিল বার্তা আবহাওয়া দফতর

আজ রাত থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়া পূর্বাভাসে, আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


তিনি আরো জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এছাড়া, শেষ রাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা সাধারণত শীতকালে দেখা যায়।


এছাড়া, আগামীকাল (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


এদিনের পূর্বাভাসে আরো জানানো হয়, সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে।