চীনের বাইরে ৭৭টিরও বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯২ হাজার।চীনে নতুন করে ৩৮ জনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৮১ জন। চীনের বাইরে মৃত্যু হয়েছে ১৭৩ জনের। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩১৫৪ জন।যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৯ জন। ইরানে দুই সপ্তাহেরও কম সময়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। দেশটিতের আক্রান্তের মধ্যে রয়েছেন ২৩ সংসদ সদস্যও। সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজারের বেশি বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে দেশটি।
এদিকে, আর্জেন্টিনা ও চিলিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ আর আক্রান্ত পাঁচ হাজারের বেশি মানুষ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস ফ্লু এর চেয়েও মারাত্বক, তবে তা দমন করা সম্ভব। সেই সঙ্গে নোংরা টাকা থেকে ভাইরাসটি ছড়াতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।