সীমান্ত রক্ষায় জীবন দিতে প্রস্তুত থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৭:০৮ অপরাহ্ন
সীমান্ত রক্ষায় জীবন দিতে প্রস্তুত থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজিবি নবীন সৈনিকদের দেশের এক ইঞ্চি মাটি রক্ষায় জীবন উৎসর্গের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করা যাবে না।  


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, দেশ মাতৃকার রক্ষায় তোমাদের প্রয়োজনে জীবন দিতে হবে, কিন্তু কোনোভাবেই সীমান্তের মাটি হাতছাড়া হতে দেবে না। তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নিরাপদ ঘুম নিশ্চিত করবে।  


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিজিবি বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছে। তোমাদের কাজের প্রতি নিষ্ঠাই দেশকে আরও শক্তিশালী করবে। তিনি নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি চ্যালেঞ্জকে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে।  


এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩০ জুলাই শুরু হয়। প্রশিক্ষণে ৬৯৫ জনের মধ্যে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী রিক্রুট সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। অনুষ্ঠানে নবীন সৈনিকদের দক্ষতা, সাহস এবং দেশপ্রেমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।  


বিজিবির প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া এই নতুন সৈনিকেরা দেশের সীমান্ত সুরক্ষা এবং স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে নবীন সৈনিকদের অভিষেক শপথ গ্রহণ এবং সংক্ষিপ্ত প্রদর্শনী আয়োজন করা হয়।