দেশ সংস্কার শেষে নির্বাচন সরকারের প্রতিশ্রুতি: বরিশালে ধর্ম বিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৪:৫৮ অপরাহ্ন
দেশ সংস্কার শেষে নির্বাচন সরকারের প্রতিশ্রুতি: বরিশালে ধর্ম বিষয়ক উপদেষ্টা

ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতন কাঠামো তৈরি করা হয়েছে, যা দ্রুত মন্ত্রিপরিষদে প্রেরণ করে প্রধান উপদেষ্টার অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হবে। বেতন কাঠামোটি ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা জানান।


তিনি বলেন, মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের জন্য বাসস্থান এবং উৎসব ভাতার প্রস্তাব করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নত হবে।


উপদেষ্টা আরও জানান, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। তিনি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ব্যবসার উদাহরণ তুলে ধরেন এবং বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না।


সভায় ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা বিবৃতি দিলে আমাদের মন ভেঙে যায়। মুসলমানদের মধ্যে বিভেদ আমাদের ভাবমূর্তি নষ্ট করছে।


দেশ সংস্কারের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, সরকার সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। এ মুহূর্তে ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।


জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এবং মাওলানা শাহ মো. নেছারুল হক। এছাড়া বরিশালের শতাধিক ইমাম-মুয়াজ্জিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।