ইজতেমায় হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ০৫:৪৮ অপরাহ্ন
ইজতেমায় হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

টঙ্গির ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তারা সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন।  


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  


মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা কাউছার আজিমী ও মাওলানা তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, ইউসুফ, রেজাউল করিম, দেলোয়ার ও দ্বীন ইসলাম প্রমুখ।  


বক্তারা অভিযোগ করেন, মাওলানা সাদ দীর্ঘদিন ধরে তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন। তারা বলেন, "তাবলীগের দাওয়াত কেয়ামত পর্যন্ত থাকবে। তবে কুরআন-হাদিস বিরোধী বক্তব্য ও মাসয়ালা প্রচার করে মাওলানা সাদের নেতৃত্বাধীন তাবলীগ এ দেশে চলবে না।"  


মানববন্ধন থেকে বক্তারা ভারত ও ইসরায়েলপন্থী তকমা দিয়ে সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি তোলেন। তাদের মতে, সাদের কর্মকাণ্ড তাবলীগের মূল আদর্শের পরিপন্থী।  


মানববন্ধন শেষে আয়োজকরা খাগড়াছড়ির জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।  


এদিকে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সাদপন্থীদের নিষিদ্ধের দাবি সমর্থন করেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।