বরিশালের আগৈলঝাড়ায় সৌদি প্রবাসীর স্ত্রী অপহরণ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী রুবিনা বেগমকে একই এলাকার বখাটে সরোয়ার বিশ্বাসের নেতৃত্বে তার লোকজন ১৪ জানুয়ারি রাতে অপহরণ করে। ওই ঘটনায় অপহৃতা রুবিনার ভাবী আকলিমা বেগম বাদী হয়ে সরোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেন, মামলা নং-৯ (১৭.১.১৯)।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন মঙ্গলবার রাতে এজাহার নামীয় আসামী ছোট বাশাইল গ্রামের বেলায়েত মৃধার ছেলে সুজন মৃধাকে গ্রেফতার করেছে। অপরদিকে ছোট ডুমুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সিআর মামলার পলাতক আসামী আলাউদ্দিনকে একই রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।