পলাশে বর্নাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: রবিবার ২৭শে জানুয়ারী ২০১৯ ০৪:৪২ অপরাহ্ন
পলাশে বর্নাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ পালিত

নরসিংদীর পলাশে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। রোববার সকালে পলাশ থানা পুলিশের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বিশাল র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। পরে র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পলাশ বাসট্যান্ড চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাস্কর দেবনাথ বাপ্পি, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, পলাশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল আলী ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার প্রমূখ। বক্তারা এ সময় বলেন, একটা সময় ছিল যখন মানুষ পুলিশের কাছে যেত না, অনেক ক্ষেত্রে হয়তো সহযোগিতা পেত, অনেক ক্ষেত্রে হয়তো আবার সহযেগিতা পেত না। কিন্তু বর্তমান পুলিশের কাছ থেকে জনগণ সহজেই পুলিশের সেবা পেয়ে থাকে। এতে করে জনগণের কাছে পুলিশ আস্থাভাজন অর্জন করেছে। পুলিশ কারো পক্ষপাতিত্ব হিসেবে কাজ করে না। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় শুধুমাত্র তাদের বিরুদ্ধে পুলিশ সোচ্চার আছে।

ইনিউজ ৭১/এম.আর