যানবাহনের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ-দুর্নীতির অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা জেলার কেরানীগঞ্জের ইকুরিয়া, খুলনা, সিলেট ও পাবনা কার্যালয়ে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ কেন্দ্র ১০৬-এ অভিযোগ পেয়ে রবিবার (২৭ জানুয়ারি) দুদক এনফোর্সমেন্ট ইউনিটের চারটি টিম এ অভিযান চালায়। অভিযানের সময় ইকুরিয়ায় এক দালালকে হাতেনাতে ধরা হয়। তাকে ৮ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট।
অভিযানের সময় পাবনা বিআরটিএ কার্যালয়ে কোনও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাওয়া যায়নি। খুলনা ও সিলেট কার্যালয়ে দুদক টিম বিশৃঙ্খলা ও নানা অনিয়ম দেখতে পায়। অভিযান সমন্বয় করেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি বলেন, ‘বিআরটিএ-তে শৃঙ্খলা না আসলে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুদক সরাসরি আইনানুগ ব্যবস্থা নেবে।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।