“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এ শ্লোগানকে সামনে রেখে বরিশাল পালিত হলো পুলিশ সেবা সপ্তাহ। এ উপলক্ষে আজ রবিবার (২৭ জানুয়ারী) সকাল ৯টায় জেলা পুলিশের আয়োজনে বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স-এ গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম), সাবেক সাংসদ তালুকদার মোঃ ইউনুস।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বেসরকারি সংস্থা আভাস’ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে পুলিশ লাইন্স’র সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।