ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় খাবার খেতে বসা নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক পুলিশ কর্মকর্তাকে মারপিট করেছেন ‘হাজী বিরিয়ানি’র কর্মীরা। শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে মেলায় হাজী বিরিয়ানির স্টলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্যমেলায় আইসক্রিম কিনে হাজী বিরিয়ানির স্টলে বসে পরিবার নিয়ে খাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। এরপর সেখান থেকে উঠিয়ে দেন হাজী বিরিয়ানির কর্মচারীরা। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনা গড়ায় হাতহাতির পর্যায়ে। বিরিয়ানির দোকানের অন্য কর্মচারীরা ক্ষিপ্ত হন পুলিশ কর্মকর্তার ওপর। এ সময় ওই দোকানের কর্মীদের কিল-ঘুষিতে আহত হন তিনি।
এর কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিবারসহ সেখান থেকে চলে যান তিনি। দোকান মালিকের অভিযোগ, বাইরের খাবার তার দোকানে বসে খেতে বাধা দেন কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হন পুলিশের ওই কর্মকর্তা। পুলিশ কর্মকর্তার এক আত্মীয় বলেন, ‘এত করে বললাম যে বাচ্চাটাকে খাওয়ায় নেই, তারপর উঠি, কিন্তু তারা এসে আমাদের জোর করে উঠিয়ে দেয়।’ অন্যদিকে হাজী বিরিয়ানির মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘আমার দোকানের খাবারটা আমার দোকানেই খাইতে হবে। আইসক্রিম কিনলে আমাদের দোকানে বসবে সমস্যা নাই তো। কিন্তু ওনারা বাইরের খাবার এনে খাইছেন।’ সূত্র : সময় নিউজ
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।