রাজাপুরে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ন
রাজাপুরে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের ইউপি সদস্য আব্দুস সোবাহান হাওলাদার ও তার ছেলে তৌহিদুল ইসলাম চানের নেতৃত্বে ঘুমন্ত বৃদ্ধ আবুল হোসেন মৃধার পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আকছুর ক্লাব এলাকায় জমি দখল নিয়ে এই সহিংস ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।


আহতদের মধ্যে আবুল হোসেন মৃধা, তার স্ত্রী পারভীন বেগম, পুত্রবধূ মিম আক্তার এবং এক নবজাতকসহ আরও কয়েকজন রয়েছেন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য আব্দুস সোবাহান ও তার পুত্র চান প্রায় ৫০ জন লোক নিয়ে হামলা চালান। বসতঘরে অগ্নিসংযোগ, গ্যাস স্প্রে, এবং ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয়।


ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় পুলিশ হামলাকারীদের তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করলেও পরে তাদের ছেড়ে দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় আইনি ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে।


অপরদিকে, ইউপি সদস্য আব্দুস সোবাহান ও তার ছেলে তৌহিদুল ইসলাম চান অভিযোগ অস্বীকার করে বলেন, জমির মালিক মোয়াজ্জেম হোসেন মনোয়ার তার ক্রয়কৃত জমি দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এ ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন।


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "উভয় পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"