খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন মোহাম্মদপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ৫৮ বছর বয়সী মোহাম্মদ তারা মিয়া এবং একই উপজেলার দমদম গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে ২৪ বছর বয়সী মোহাম্মদ আজগর হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক চোরাচালান এবং অপরাধ দমন করতে পানছড়ি থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পানছড়ি থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান ও তার সহকর্মীদের নিয়ে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ দুজনকে আটক করে।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদদীন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রক্রিয়া চলছে। তাদেরকে শিগগিরই খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে, যাতে করে এলাকার জনগণ মাদক সেবন এবং মাদক ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত থাকতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।