প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ২১:৫২
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজার পর সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক দমনে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইজিপি বলেন, “অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয়ে কেউ পার পাবে না।” পূজার পর পুলিশের এ অভিযান সম্পর্কে তিনি বলেন, “আমরা নানা অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করব এবং আপনারা যে শঙ্কা আমাদের কাছে জানাচ্ছেন, সেগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় তথ্য জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। “যদি কোনো সংবাদ সেনসেটিভ মনে হয়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে তথ্য দিতে পারেন,” বলেন আইজিপি।
বিজয়া দশমীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি আশ্বস্ত করেন। “পূজাকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা ছিল, তা এখন আর নেই। শান্তিপূর্ণভাবে পূজা পালিত হচ্ছে,” উল্লেখ করেন তিনি।
আইজিপি বলেন, “ঘটনা যত ছোটই হোক, আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।” সম্প্রতি তাঁতিবাজারে ঘটে যাওয়া ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে।”
এ সময় ঢাকা মহানগর কমিশনার মাইনুল হাসান এবং মন্দির কমিটির নেতৃবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এধরণের কঠোর পদক্ষেপের মাধ্যমে পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। আইজিপি ময়নুল ইসলাম সবার সহযোগিতা কামনা করেন, যাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হয়।