ভূরুঙ্গামারীতে বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ১০ই সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেছেন যে, নতুন আহ্বায়ক কমিটিতে উপজেলা বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেছেন, এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। একইসঙ্গে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে।


মানববন্ধনে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। বক্তারা অভিযোগ করেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এককভাবে কমিটি অনুমোদন করেছেন, যা কেন্দ্রীয় কমিটি বা অন্য কোন স্তরের অনুমোদন পায়নি।


বক্তারা আরও বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া উচিত। তাঁরা দাবি করেন, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এই বিষয়ে নজর দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। 


এ ঘটনায় স্থানীয় বিভিন্ন নেতাকর্মীর মধ্যে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আশা করছেন, তাদের দাবিগুলি দ্রুত পূরণ হবে।